October 9, 2024 - 6:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারসূচকের বড় উত্থানে বাড়লো লেনদেন

সূচকের বড় উত্থানে বাড়লো লেনদেন

spot_img

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০১ট কোম্পানির ১৭ কোটি ৭০ লক্ষ ৭২ হাজার ৮০৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭০৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার ৯৬৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫২.৬৯ পয়েন্ট বেড়ে ৫৩৫৫.৪১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৮.৭৩ পয়েন্ট বেড়ে ১৯২২.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.৬৯ পয়েন্ট বেড়ে ১১৮৩.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- পূবালি ব্যাংক, ইউনিলিভার, সিটি জেনারেল ইন্সুঃ, বিএটিবিসি, রেনেটা লিঃ, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডা:, রূপালি লাইফ ইন্সুঃ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ও পিপলস ইন্সুঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ল্যাম্পস, ওয়াটা কেমিক্যাল, মনোস্পুল পেপার, সাইফ পাওয়ার, পেপার প্রসেসিং, মাইডাস ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, এনভয় টেক্স ও ওয়ালটন হাই টেক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, মেঘনা লাইফ ইন্সুঃ, এটলাস বাংলা, সোনালি লাইফ ইন্সুঃ, খান ব্রাদার্স পিপি, এসইএমএল আইবিবিএল এসএফ, স্যালভো কেমিক্যাল, শ্যামপুর সুগার, এসইএমএল, এলইসি মি. ফা. ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬১৫০৮১৪২৩৪৪৪.০০।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ