October 7, 2024 - 1:18 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবগুড়ায় করতোয়া নদী থেকে হাতের দুইটি কাটা কবজি উদ্ধার

বগুড়ায় করতোয়া নদী থেকে হাতের দুইটি কাটা কবজি উদ্ধার

spot_img

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করতোয়া নদীর পাড় থেকে এক নারীর দুই হাতের কাটা কবজি উদ্ধার করছে পুলিশ। শনিবার সকাল ৮ টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে কবজি দুটি উদ্ধার করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ মোঃ রেদওয়ানুল ইসলাম জানান, মাটিডালি ২য় বাইপাস সড়কের ব্রীজ ও লোহার ব্রীজের মাঝামাঝি এলাকায় করতোয়া নদী হতে হাতের কবজি দুটি উদ্ধার করা হয়েছে। এলাকার কয়েকজন কিশোর সেখানে একটি পলিথিনের মধে কবজি দুটি ভেসে যেতে দেখে। পরে খবর পেয়ে কবজি দুটি উদ্ধার করা হয়। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে।

তিনি আরো জানান, কবজি দুটি কোন এক নারীর। কে-বা-কারা ওই নারীর হাতের কবজি দুটি কেটে নদীতে ফেলে দিয়েছে। এটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা সনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়। কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু

সেতু ভেঙে মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ