একজন ডায়নামিক কর্পোরেট লিডার এর সমস্ত গুনাবলী সম্পন্ন একজন সুদর্শন পরিপূর্ণ মানুষ। দীর্ঘ দিন তিনি মদিনা গ্রুপ এর সাথে রয়েছেন।
দেশীয় ও আন্তর্জাতিক কর্পোরেট গ্রুপগুলোর সাথে প্রতিযোগিতায় একের পর এক সাফল্য রচনা করে চলছে মদিনা গ্রুপ।
দক্ষ ব্যবস্থাপনা নিত্য নতুন উদ্ভাবনী চিন্তা শক্তি, বিপুল পরিমান মানব সম্পদ, দূরদর্শী বিজনেস প্লান এর মাধ্যমে আবদুল কাইয়ুম মিয়া মদিনা গ্রুপকে নিয়ে গেছেন অসাধারণ উচ্চতায়।
মদিনা গ্রুপ এর প্রতিষ্ঠানগুলো হচ্ছে মদিনা ট্রেডিং কর্পোরেশন (প্রা:) লিঃ, মদিনা সিমেন্ট ইন্ডাষ্ট্রিজ লিঃ, মদিনা সিমেন্ট মিলস লিঃ, মদিনা পলিমার ইন্ডাষ্টিজ লিঃ, মদিনা পলি ফাইবারস লিঃ, মদিনা ডেভলপমেন্ট লিঃ, মদিনা মেরিটাইম লিঃ, মদিনা কাষ্টম লিঃ, মদিনা হিমাগার লিঃ, মদিনা শিপইয়ার্ড লিঃ, মদিনা রিসার্চ ক্লিনিং প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ লিঃ, মদিনা ফাইবার করপোরেটেড শিট ইন্ডাষ্ট্রিজ লিঃ, চান্দ সরিষার কোল্ড স্টোরেজ লিঃ, মদিনা পাম্প এন্ড ফাউন্ড ইত্যাদি।
একজন সফল কর্পোরেট লিডার হওয়ার পাশাপাশি আবদুল কাইয়ুম মিয়া বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাষ্ট্রির একজন প্রতিষ্ঠাতা সদস্য।
প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ব বিদ্যালয় হতে সর্বোচ্চ ডিগ্রী অর্জন কারী আবদুল কাইয়ুম মিয়া দীর্ঘ দিন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাথে তিনি সরাসরি জড়িত। অত্যন্ত চৌকস, বিনয়ী, মেধাবী আবদুল কাইয়ুম মিয়া সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন।