স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের মাঝপথেই পারিবারিক কারণে ঢাকায় ফেরার কথা ছিল বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের। যে কারণে শনিবার (৯ সেপ্টেম্বর) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরেছেন তিনি।
এদিকে মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসানও। তবে সাকিবের ঢাকায় ফেরার কারণ এখনও অজানা। তবে এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ১৫ সেপ্টেম্বর। এ ক্ষেত্রে এর আগে কমপক্ষে চারদিন সময় রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সময়ে ঢাকায় সাকিবের কোনো কাজ রয়েছে, যে কারণে ঢাকায় ফিরেছেন ওয়ানডে অধিনায়ক।
অন্যদিকে মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা। মূলত দ্বিতীয় সন্তানের আগমনের সময়টাতে তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীর পাশে থাকতে চান।
জানা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর আবারও একই সঙ্গে কলম্বো ফিরবেন সাকিব-মুশফিক। এরপর ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে খেলবেন তারা।