January 15, 2025 - 9:04 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআজ ভারত-পাকিস্তান মহারণ

আজ ভারত-পাকিস্তান মহারণ

spot_img

স্পোর্টস ডেস্ক : রোববার (১০ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে আবারও লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

সুপার ফোরে এটি ভারতের প্রথম ম্যাচ হলেও পাকিস্তানের দ্বিতীয়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছেন বাবর আজমরা। দলের সবাই বেশ আত্মবিশ্বাসী। বর্তমানে ওয়ানডের এক নম্বর দল পাকিস্তান। ম্যাচের আগে নিজেদের খানিকটা এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক বাবর। পরিস্থিতি বিবেচনায় নিজেদের ভারতের চেয়ে কিছুটা এগিয়ে রাখছেন তিনি।

টানা ভ্রমণের ওপর আছে পাকিস্তান। এশিয়া কাপের তিন ম্যাচেই তারা ভ্রমণ করেছে। প্রথম ম্যাচ পাকিস্তানে, ভারতের বিপক্ষে পরের ম্যাচ শ্রীলঙ্কায়, বাংলাদেশের বিপক্ষে আবার পাকিস্তানে খেলার পর এখন তারা শ্রীলঙ্কায়।

এশিয়া কাপ সুপার ফোর-এ আজ ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে নিজ দলকেই এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার মতে, সম্প্রতি শ্রীলংকার কন্ডিশনে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে আজ ভারতের বিপক্ষে পাকিস্তানই এগিয়ে থাকবে।

গত জুলাইয়ে শ্রীলংকার সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান। এরপর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বিভিন্ন দলের হয়ে খেলেছে পাকিস্তানের বেশ কিছু খেলোয়াড়। এশিয়া কাপের আগ মুর্হূতে শ্রীলংকার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।

সাফল্যকে সঙ্গী করে এশিয়া কাপে খেলতে নামে পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুলতানে নেপালের বিপক্ষে রেকর্ড ২৩৮ রানের জয় পায় পাকিস্তান। পরের ম্যাচে পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে ম্যাচটি বৃষ্টি কারনে পরিত্যক্ত হলেও পাকিস্তানী বোলাররা নিজেদের ঝালিয়ে নিতে সক্ষম হয়েছে।

সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখে পাকিস্তান। সাম্প্রতিকালে শ্রীলংকা ও পাকিস্তানের মাটিতে হওয়া ম্যাচগুলোতে শতভাগ সাফল্য পেয়েছে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা পাকিস্তান। এজন্যই ভারতের বিপক্ষে আজ সুপার ফোরের ম্যাচে পাকিস্তানই এগিয়ে বলে জানান বাবর।

তিনি বলেন, ‘আমরা পাকিস্তান এবং শ্রীলংকায় যেভাবে ধারাবাহিক ক্রিকেট খেলছি সেটি দেখে আপনি বলতে পারেন, আমরা তাদের (ভারতের থেকে) চেয়ে এগিয়ে আছি।’

ভারতের বিপক্ষে কেন এগিয়ে পাকিস্তান, সেই ব্যাখাও দিয়েছেন বাবর। তিনি বলেন, ‘আমরা গত দুই মাস ধরে শ্রীলংকায় খেলছি। আমরা টেস্ট খেলেছি, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছি এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছি। সেটা বিবেচনায় আমরাই এগিয়ে আছি।’

চলমান এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তানের তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২৩ উইকেট শিকার করেছেন আফ্রিদি-নাসিম ও রউফ।

বোলারদের প্রশংসা করতে গিয়ে বাবর বলেন, ‘আমাদের শুরুটা ভাল হচ্ছে এবং মিডল ওভারগুলোও ভালো করার চেষ্টা করছি। গত ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) পেস বোলিং অলরাউন্ডারকে সুযোগ দিয়েছিলাম আমরা। বিভিন্ন কম্বিনেশনে খেলার চেষ্টা করছি এবং নিজেদের জন্য জুত সই একটা কম্বিনেশনের চেস্টা করছি। পেস বোলিং দিয়ে আমাদের সব ম্যাচই ভালভাবে শেষ করেছি। আমরা একটি দল হিসাবে সত্যিই ভাল খেলছি। এমনকি শেষ ম্যাচে ইফতিকে (ইফতিখার আহমেদ) বল দেওয়া হয়েছিলো এবং সেও ভাল বোলিং করেছে।’

যদিও, যে কোনো প্রতিযোগিতায় ভারত সবসময় ফেভারিট থাকে। ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বের অন্যতম সেরা। অন্যদিকে, পাকিস্তানের পেস আক্রমণ এখন তর্কাকীতভাবে বিশ্বের সেরা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তিন পাকিস্তানি পেসার মিলে তুলে নিয়েছিলেন ভারতের ১০ উইকেটের সবকটি।

এ ম্যাচে একাদশে ফিরতে পারেন ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। ফিরবেন পেসার জাসপ্রিত বুমরাহ। তাদের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে ভারতের একাদশে ।

তবে, এ ম্যাচেও রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। সঙ্গে হতে পারে বজ্রপাত। যাতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। তাই, এ ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, ইপতেখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৌরসভা হত্যা না অন্য কিছু হওয়া বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন...

কর্ণফুলী ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি: হাইকোর্টের নিষেধাজ্ঞা কি উপেক্ষিত?

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার...

কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী রশিদ আহমেদ (৬০) কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি...

সাবেক পরিবেশ মন্ত্রী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমন'র দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার...

নির্বাচন সংস্কারে যেসব প্রস্তাব দিলো কমিশন

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে কমিশন...

রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন: আইন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার (১৫...

নতুন বই না পেয়ে কার্যালয়ে সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে...

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ‘উইনিং টুগেদার (একসাথে বিজয়লাভ)’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’। সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...