স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোর পর্বের সূচি চূড়ান্ত হয়ে গেল। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় সুপার ফোরের চার দল নির্ধারিত হয়ে গেল।
গ্রুপ ‘এ’ থেকে পরের পর্বে গেল পাকিস্তান এবং ভারত। গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে উঠল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।
এবার রবিন রাউন্ড পদ্ধতিতে হবে সুপার ফোরের খেলা। এই ধাপে প্রতিটি দল গ্রুপ পর্বের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সহজ করে বললে, সুপার ফোরে তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।
বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে এশিয়ার ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার সুপার ফোরের লড়াই। এই পর্ব চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সুপার ফোরে আজ প্রথম দিনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। আর ৯ তারিখ কলম্বোতে টাইগাররা খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। শেষ ম্যাচে ১৫ তারিখ খেলবে ভারতের বিপক্ষে।
সুপার ফোর শেষে শীর্ষে থাকা দুই দল ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। আগামী ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গড়াবে ফাইনাল।
এশিয়া কাপে সুপার ফোর পর্বের একটি ম্যাচ হবে পাকিস্তানে। বুধবার লাহোরে আয়োজক পাকিস্তানের মুখোমুখি হবেন সাকিব আল হাসানেরা।
এর আগে নানান নাটকীয়তা আর রোমাঞ্চ শেষে নিশ্চিত হয়েছে এশিয়া কাপের সুপার ফোর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্য ছিল আফগানিস্তানের। তবে শেষ চার নিশ্চিতে ৩৭.১ ওভারে এই লক্ষ্য তাড়া করতে হতো আফগানদের। ম্যাচের শেষ বল পর্যন্ত কক্ষপথেই ছিল রশিদ-নবিরা। তবে এক বলে তিন রান নিতে ব্যর্থ হওয়া আর হিসেবের গড়মিলে শেষ পর্যন্ত দর্শক হয়েই এশিয়া কাপের ১৬তম আসর দেখতে হবে আফগানদের।
আরও পড়ুন: