স্পোর্টস ডেস্ক : একাদশে তিন পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর।
আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হাসান পাটোয়ারির। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। একাদশের বাইরে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমাদের সব মনযোগ এখন এই ম্যাচের (আফগান ম্যাচ) দিকে। ম্যাচটি অবশ্যই জিততে হবে। দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারেনি। তবে, আশা রাখছি আফগানিস্তানের সঙ্গে নিজেদের সেরাটা দিয়ে খেলবে সবাই।’
সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও সাকিবের দলকে সমীহ করছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী। তিনি বলেন, ‘আমরা আগের চেয়ে ভালো দল। গত দুই বছর ধরে একসঙ্গে খেলছি। অতীতে আমরা যা করেছি, তার চেয়ে আমাদের পারফরম্যান্স ভালো হবে। এর মানে আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ ভালো দল নয়। যে দল দিনশেষে ইতিবাচক ক্রিকেট খেলতে পারবে, তারাই জয়ী হবে।’
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমত উল্লাহ শাহিদী, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী