October 25, 2024 - 3:24 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিককুয়েতের ভিজিট-ফ্যামিলি ভিসা ফের চালু হচ্ছে

কুয়েতের ভিজিট-ফ্যামিলি ভিসা ফের চালু হচ্ছে

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরের বেশি সময় ধরে ফ্যামিলি ও ভিজিট ভিসা বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। তবে চলতি বছরের ডিসেম্বরে নতুন নিয়মে এসব ভিসা আবারও চালু হতে পারে। রোববার (৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানায় কুয়েত টাইমস।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে ফ্যামিলি ও ভিজিট ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন করে কী কী শর্ত থাকবে সেই প্রক্রিয়া এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। খুব শিগগির শর্তগুলো লিখিত আকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদের কাছে জমা দেওয়া হবে।

কুয়েত টাইমস বলছে, নতুন নিয়মে দর্শনার্থীদের একটি বিশেষ কার্ড ও স্বাস্থ্য বীমা পাওয়ার বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করা হবে। স্বাস্থ্য বীমার ফি সর্বোচ্চ ৫০০ দিনার হতে পারে ও ভ্রমণের সময়কাল এক মাসের বেশি হতে পারবে না। এছাড়া ভিসা ইস্যু করার ফি আগের চেয়ে ১০০ শতাংশ বাড়ানো হতে পারে।

তাছাড়া নতুন শর্তের আওতায় একজন বৈধ গৃহকর্মী কুয়েত প্রবাসী তার মা, বাবা, স্ত্রী এবং ১৬ বছরের নিচের বয়সের সন্তানের জন্য ফ্যামিলি ভিজিট ভিসা পেতে পারেন। তবে প্রবাসীদের ভাই-বোন বা অন্য কোনো আত্মীয়ের জন্য এ ভিসার অনুমতি দেওয়া হবে না।

নতুন শর্তের মধ্যে আরও রয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভ্রমণকারীদের কুয়েত ত্যাগ করতে হবে। এরপরও যদি কেউ থেকে যান তাহলে দেশটিতে স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়া ও আর্থিক জরিমানাসহ প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হবেন।

একটি নতুন ভিসা পদ্ধতি তৈরি ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ২০২২ সালের ২৭ জুন ভিজিট, ফ্যামিলি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে কুয়েত সরকার।

বাংলাদেশের চেয়ে প্রায় ৮ গুন ছোট তেল সমৃদ্ধ এ দেশটি সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি স্বপ্নের জায়গা। দেশটি ছোট হলেও এখানে বেশকিছু দর্শনীয় স্থান রয়েছে। দেশটির কয়েকটি সেরা পর্যটনকেন্দ্র হলো, কুয়েত টাওয়ার, কুয়েত লিবারেশন টাওয়ার, কৃত্রিমভাবে গড়ে তোলা দ্বীপ গ্রিন আইল্যান্ড, মেসোপটেমিয়া ও বেবিলোনীয় সভ্যতার অস্তিত্ব বহনকারী দ্বীপ ফাইলাকা ইত্যাদি। সূত্র: কুয়েত টাইমস

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...