নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নজরুল ইসলাম জীবনকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-৩।
রোববার (৬ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর আশুলিয়া এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নজরুল ইসলাম জীবনকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামির বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় ২৭/০৫/২০২৩ তারিখের একটি ধর্ষণ মামলা রুজু হয়। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।