January 10, 2026 - 10:16 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট ভয়েস২০২২ নিয়ে বরিশালের সুধীজনদের ভাবনা

২০২২ নিয়ে বরিশালের সুধীজনদের ভাবনা

spot_img

এস এল টি তুহিন, বরিশাল ব্যুরো প্রধান : শেষ হলো আরও একটি ঘটনাবহুল বছর। প্রাপ্তি অপ্রাপ্তির বহু খতিয়ানে ভরা ছিল ২০২১ সাল। আজ থেকে শুরু ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছর ২০২২। গত বছরের পাওয়া না পাওয়ার স্মৃতি ভুলে নতুন বছরে নতুন আশা বরিশাল নগরবাসীর। সেই ভাবনায় আছেন বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা অঙ্গনের ব্যক্তিত্বরাও। নতুন বছরে নতুন প্রত্যাশায় তাদের ভাবনা নিয়ে আজকের এই বিশেষ সাক্ষাৎকারে সাথে আছি আমি এস এল টি তুহিন ।

বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক শাহ সাজেদা : নতুন বছরে মহামারি করোনা, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের আশা সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি ও বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক শাহ সাজেদা’র। নতুন বছরে তরুণ সমাজ রাজনীতি, অর্থনীতি, প্রশাসনসহ সকল ক্ষেত্রে দুর্নীতিমুক্ত সমাজ তথা দেশ গড়তে প্রত্যয়ী হবে এমন প্রত্যাশার কথা জানান। পাশাপাশি সদ্য সমাপ্ত বছরে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা, বছরের শেষভাগে মর্মান্তিক নৌ দুর্ঘটনার বিষয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন। আগামীতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনারোধে সংশ্লিষ্টরা আরও তৎপর হবেন বলে আশাবাদী তিনি। একইসাথে নতুন বছরে নারী নির্যাতনের মতো কলুষতা থেকে মুক্ত সমাজ দেখতে চান বরিশালের এই নারী ব্যক্তিত্ব।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ চক্রবর্তী : বরিশাল সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব দেবাশীষ চক্রবর্তী সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক। নতুন বছর নিয়ে ব্যক্ত করেছেন তার ভাবনা। প্রথমেই করোনামুক্ত নতুন বছর শুরুর প্রত্যাশা জানিয়েছেন। আশা করছেন সকল সীমাবদ্ধতা, সংকীর্ণতা, অতিক্রম করে মানবতাবাদের মাধ্যমে মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে। প্রতিবেদকের সাথে সাক্ষাতকারে তিনি বলেন, বরিশালের সাংস্কৃতিক অঙ্গন বর্তমানে খুবই প্রতিষ্ঠিত। ভবিষ্যত প্রজন্মের মাঝেও যেন এই চর্চা ধরে রাখা যায় আমরা সেই চেষ্টা করছি। তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার প্রসার আরও বেড়েছে এই অঞ্চলে। তবে এই বিদ্যাপিঠে সংস্কৃতি সংশ্লিষ্ট বিভাগের অভাব রয়েছে। সংস্কৃতি চর্চা এবং গবেষণার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে লোক সংস্কৃতি, চারুকলা, নাট্যকলা এবং সংগীত বিষয়ক বিভাগ চালু করা আবশ্যক। সংশ্লিষ্টরা এ বিষয়ে দৃষ্টি দিবেন বলে আশা করছি। পাশাপাশি নতুন বছরে বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে বরিশালবাসীর প্রতি শুভেচ্ছা রইল।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর একেএম জাহাঙ্গীর : নতুন বছরে সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল উন্নত বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন বরিশাল আওয়ামী লীগের অন্যতম এই নেতা। প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি জানান, বর্তমানে বরিশাল আওয়ামী লীগ স্বচ্ছতার সাথে রাজনৈতিক অঙ্গনে তাদের কর্ম তৎপরতা বজায় রেখেছে। দলের সব পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে পরিচালনা করছেন সাংগঠনিক কার্যক্রম। যা দলের ভাবমূর্তি উজ্জ্বল করছে প্রতিনিয়ত।

মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন। তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, সংগঠনের ভবিষ্যত কর্ণধার। নতুন বছরে আশা করি বরিশাল ছাত্রলীগের নেতাকর্মীরা রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব প্রদানের ধারাবাহিকতা বজায় রাখবেন। একইসাথে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বজায় রাখার পাশাপাশি এর সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরবেন এমন প্রত্যাশা করছি। পরিশেষে নতুন বছরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বরিশালবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এই রাজনীতিবিদ।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার : নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনের মধ্যে সখ্যতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বরিশালের এই প্রবীণ রাজনীতিবিদ। আগ্রহ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে প্রতিষ্ঠিত করার। আশা প্রকাশ করেছেন দেশের সবধরনের সামাজিক ব্যাধি অবসানের। এস এল টি তুহিন এর সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা গণতন্ত্রের প্রতি উদার মনোভাব পোষণ করছি। বর্তমানে দেশে গণতন্ত্র অনেকটাই পিছিয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গনেও চলছে অস্থিরতা। এখন এমন একটা সময় বিরাজ করছে যে এক দলের রাজনীতিবিদরা অন্য দলের নেতাদের মুখ দর্শন করছেন না, যা খুবই দু:খজনক। তাই নতুন বছরে প্রত্যাশা করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে সখ্যতা গড়ে ওঠার। সব দল মিলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাবার।

বরিশালবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার পাশাপাশি দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকার সম্মতি প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকুল আরেফিন : নতুন বছরে সাংস্কৃতিক অঙ্গনের জন্য সুখবর দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকুল আরেফিন। বরিশালে সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান এবং গবেষণালব্ধে বিশ্ববিদ্যালয়ে চারুকলা, নাট্যকলা বিষয়ক বিভাগ চালুর দাবি এখানকার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের। তাদের দাবির সাথে একমত পোষণ করে তিনি বলেন, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনকে আরও এগিয়ে নিতে নাট্যকলা বিভাগ খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপনের পর তা ইউজিসি বরাবর প্রেরণ করা হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলেই দ্রুত সময়ের মধ্যে ববিতে নাট্যকলা বিভাগ পূর্ণতা পাবে বলে আশাবাদী তিনি।

গত বছরের করোনা পরিস্থিতি থেকে উত্তোরণের বিষয়ে বাংলাদেশের গতিশীলতার ভূয়ষী প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে করোনার নতুন ধরন বিরাজ করছে। এথেকে সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি পরিপালনে ঢিলেঢালা মনোভাব যেন ক্ষতির মুখে ফেলতে না পারে সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছি। পরিশেষে করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে নতুন বছরে ববি শিক্ষার্থীদের আরও পরিশ্রমী হবার পাশাপাশি কলুষতামুক্ত শিক্ষা অঙ্গন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য প্রফেসর ড. সাদেকুল আরেফিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ভালুকায় দিপু দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার...

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি...

নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন...

জমি ক্রয় করবে সিটি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। র‌্যাব জানায়, গত ২৮...

নোয়াখালীতে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের লাশ (হাড়গোড়) সতের মাস পর কবর থেকে তোলা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার...

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি...

সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

অর্থ-বাণিজ্য ডেস্ক: সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। দাবি আদায় না...