December 23, 2024 - 3:48 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদঅনুষ্ঠিত হলো ভিসতা পার্টনারস মিট ২০২৩ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠিত হলো ভিসতা পার্টনারস মিট ২০২৩ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

spot_img

জাকির হোসেন আজাদী: বাংলাদেশে আরো বৃহৎ আকারে উৎপাদন কারখানা স্থাপন এবং প্রাইভেট হাইটেক পার্ক স্থাপনের ঘোষণা দিল ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। তাদের প্রোডাক্ট লাইনে যোগ হচ্ছে আরো কিছু পণ্য। ভিসতা পার্টনারস মিট-২০২৩ এবং ভিসতা’র তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ঘোষনা দেয়া হয়।

শনিবার (৭ জানুয়ারি, ২০২৩) রাজধানীর গুলশানে একটি হোটেলে দিনব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিসতা পার্টনারস মিট-২০২৩ এ বিজনেস স্ট্র্যাটেজি এবং ফিউচার বিজনেস প্ল্যান তুলে ধরেন ভিসতা’র ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ। ভিসতা চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ভিসতা পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ভিসতা পরিচালক এবং ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম, ভিসতা পরিচালক প্রকৌশলী মইনুল হক, ভিসতা’র নির্বাহী পরিচালক এবং সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান তানভীর রেজা জিহাদ প্রমূখ।

সারা দেশে থেকে ভিসতা’র কয়েকশ’ ব্যবসায়িক পার্টনার (ডিপো ও ডিস্ট্রিবিউটর) অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন ভিসতা’র উপদেষ্টাগন, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শুভাকাঙ্খী, গণমাধ্যমকর্মী এবং ভিসতা পরিবারের সদস্যগণ।

পার্টনারস মিটে জানানো হয়, গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রয়েছে ভিসতা’র উৎপাদন কারখানা। সেখান থেকেই তৈরি হচ্ছে বাংলাদেশের বেস্ট এবং রপ্তানি কোয়ালিটির অ্যান্ড্রয়েড টেলিভিশন। এছাড়া এইচভ্যাক বা সেন্ট্রাল এসি নিয়ে কাজ করছে ভিসতা। খুব শিগগীরই ভিসতা প্রোডাক্ট লাইনে যোগ হচ্ছে ওয়াইফাই রাউটার, অ্যান্ড্রয়েড প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ হোয়াইট বোর্ড ইত্যাদি। এখনকার চেয়ে ৫ গুন বেশি উৎপাদন সক্ষমতার নতুন কারখানা স্থাপন করতে যাচ্ছে ভিসতা। এছাড়া প্রাইভেট হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে ভিসতা। সফলতার সঙ্গে দুই বছর পার করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো ভিসতা ইলেকট্রনিক্স। এ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি কেক কাটা হয়।

বিশ্বকাপ ফুটবলের সময় ভিসতা অফারে বিজয়ীদের জন্য থাইল্যান্ড সফর, দার্জিলিং সফর এবং কক্সবাজার সফর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এছাড়া গত বছরের বিক্রয় কার্যক্রমে সারা দেশে সেরাদের পুরষ্কৃত করা হয়। ২০২২ সালে ভিসতা পণ্য বিক্রিতে প্রথম হয়েছে রাজশাহীর লাভেলো ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন সাদিয়া চৌধুরী। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের ইনসটা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী প্রকৌশলী মিলন দাস। তৃতীয় হয়েছেন টাঙ্গাইলের ভিসতা গ্যালারির স্বত্বাধিকারী এমদাদুল হক। পারফরমেন্সের ভিত্তিতে ভিসতা কর্মকর্তাদের মধ্যে প্রথম হয়েছেন রাজশাহীর এইচ এম আশরাফ, দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের সাদেক হোসেইন, তৃতীয় হয়েছেন রংপুরের হানিফুর রহমান।

অনুষ্ঠানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি ভিসতার মালিকদের একজন। আমার কোম্পানি থেকে কোনো নিম্নমানের পণ্য উৎপাদন বা বিক্রি হবে না। তিনি বলেন, ইনশাল্লাহ ভিসতাই হবে দেশের এক নম্বর ব্র্যান্ড। ক্রেতারা চোখ বন্ধ করে ভিসতা পণ্য কিনেত পারেন। কোয়ালিটির দিক দিয়ে ভিসতাই সেরা।

ভিসতা চেয়ারম্যান শামসুল আলম বলেন, ভিসতা বাজারে আছে- থাকবে। ভিসতা এসেছে যুগের পর যুগ টিকে থাকতে। ভিসতা বহুদূর যাবে। বাজারে নতুন আসলেও কোয়ালিটিতে ভিসতাই সেরা। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে ভিসতা টিমই সেরা। তিনি জানান, মালয়েশিয়া, জর্জিয়াসহ বেশকিছু দেশ থেকে বিনিয়োগ প্রস্তাব পেয়েছেন তারা। আছে আরো কিছু আকর্ষনীয় অফার। ভিসতা সেসব যাচাই বাছাই করছে।

ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, সুদূর প্রসারী শিল্পায়নের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ভিসতা। শুধু বাংলাদেশ নয়, ভিসতার লক্ষ্য আন্তর্জাতিক বাজার। সে বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে ভিসতা। অচিরেই দেশের দ্রুত বর্ধনশীল উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে ভিসতা।

পরিচালক উদয় হাকিম বলেন, ভিসতা শব্দের অর্থ দূরদর্শী- সাফলের সিঁড়ি। তিনি বলেন, বাংলাদেশে অনেকেই প্রযুক্তিপণ্য তৈরি করেন। তাদের পণ্যের মান ভালো নয়, তাতে ক্রেতা ভোগান্তিও বাড়ে, অতিরিক্ত মুনাফা করে। সেদিক বিবেচনায় ভিসতা সেরা মানের পণ্য দিচ্ছে, দামও কম। তিনি জানান, আগামি মাস থেকেই বড় আকারের কারখানা স্থাপনের কাজ শুরু করছে ভিসতা। প্রাইভেট হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগও নেয়া হয়েছে। বিভিন্ন দেশ থেকে আসছে নানা উদ্যোগী প্রস্তাব। ভিসতা অগ্রযাত্রায় তিনি সরকার, বিভিন্ন মন্ত্রণালয়, দেশী- বিদেশী ইনভেস্টর, শুভাকাঙ্খী এবং বিজনেস পার্টনারদের সহায়তা কামনা করেন।

ভিসতা পার্টনারস মিটের শেষ পর্যায়ে ছিলো মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন বর্তমান সময়ের জনপ্রিয় প্রতিভাবান প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী মমতাজ রহমান লাবনী। তিনি তাঁর সুরের মূর্ছনায় কিছু সময় মুগ্ধ করে রাখেন অতিথিদের।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : চাঁদপুরের মেঘনা নদীতে একটি জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো...

বেগম রুখসানা সামাদ : এক অনন্য ব্যক্তিত্ব

সালাম মাহমুদ।। সংখ্যায় কম হলেও দেশে গুণী মানুষ আছেন, তাই তো সমাজ এখনো সুন্দরভাবে চলছে। নীরবে নিভৃতে তাঁরা পরিপার্শ্বকে আলোকিত করার কাজে নিয়োজিত থাকেন।...

ভালুকায় মৎস্য খামার থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় তিন দিন ধরে নিখোঁজ রেদুয়ান (৮)নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশের মৎস্য খামার থেকে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহত...

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে অর্ধকোটি গ্রাহকের মাইলফলক!

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট ব্যাংকিং গ্রাহক সংখ্যা ৫০ লক্ষ অতিক্রম করে দেশের এজেন্ট ব্যাংকিং সেক্টরে নতুন মাইলফলক সৃষ্টি করেছে। সরাসরি ব্যাংকিং...

থিয়েটার স্কুলের নাটক ‘এক যে ছিল রাজা’ মঞ্চস্থ

বিনোদন ডেস্ক: গত শুক্রবার ৯২০ ডিসেম্বর) বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের ৩৪তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণী ও তাদের...

নিউইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীকে পুড়িয়ে হত্যা

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ২২ (ডিসেম্বর) সকালে নিউ...

রানার অটোমোবাইলসের ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বত:স্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৪ সালে...

দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তির মধ্যস্থতার মধ্য দিয়ে প্রায় ৪ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের...