মাদারীপুর প্রতিনিধি: সরকারের শুদ্ধাচার কৌশলের মূল লক্ষ্য হলো শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা। তারই অংশ হিসেবে মাদারীপুর জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কার্যালয়গুলোর যুব কার্যক্রমের ওপর নিরীক্ষার ভিত্তিতে শিবচর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেনকে শুদ্ধাচার পুরস্কার-২০২৩ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।
জানা যায়, বেল্লাল হোসেনকে ‘উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ হিসেবে ৭ ডিসেম্বর ১৯৯৭ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যোগদান করেন।
তিনি শিবচর উপজেলায় ২৩ নভেম্বর ২০২২ সালে যুব উন্নয়ন অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারই ধারাবাহিকতায় ২০২২-২৩ অর্থবছরে শিবচর উপজেলায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণে গুণগত মানন্নোয়ন, ক্লাবভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম, যুব সংগঠনগুলোকে রেজিস্ট্রেশন প্রদান, সামাজিক কাজে নিয়োজিতকরণ, যুব ঋণ বিতরণ ও আদায়ে সরকারের কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করায় এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পুরস্কার হিসেবে তিনি পাবেন এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ও সনদ।
শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে নিজের অনুভূতি প্রকাশ করে এই কর্মকর্তা বলেন, যারা আমাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমার পেশাগত কাজের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিলো।
শিবচরের বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও যুবসংগঠনগুলোকে উজ্জীবিত ও গতিশীল করতে যুব উন্নয়ন অধিদপ্তরের সেবামূলক কাজগুলো আরও দক্ষতার সঙ্গে অব্যাহত রাখবো। আমার এই কাজে আমার অফিসের সবাই সহযোগিতা করেছেন।