নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে চলে এসেছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৬ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাপেক্স টেনারির শেয়ার দর কমেছে ৫ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫ কোটি ২০ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪ লাখ ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ওয়াইম্যাক্সের শেয়ার দর কমেছে ৩ দশমিক ৪০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৯ লাখ ৭১ হাজার ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফারইস্ট ইসলামী লাইফের ৩.২০ ১৯.২০ শতাংশ, মেঘনা পেটের ২.৬৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়ারের ২.৪৫ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ২.১৭ শতাংশ, এডভেন্ট ফার্মার ২.০৮ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ১.৮৬ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের ১.৮৩ শতাংশ।