December 23, 2024 - 11:14 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসম্পাদকীয়জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে

জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে

spot_img

প্রথমবারের মতো কোনো ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ। এ জয়ের ফলে পুরো জাতিকে এক সুউচ্চ পাহাড়ের চূড়ায় নিয়ে গেল বাংলাদেশের ক্রিকেট। এ জয়ে বিশ্ব আবার শুনল টাইগারদের গর্জন।  গত রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক চারটি শিরোপা জয়ী ভারতকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ইতিহাসে নাম লেখাল বাংলাদেশ।  যুবাদের এ জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বকাপ জেতা অনূর্ধ্ব-১৯ দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের এই মনোভাব ধরে রেখে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের এই অর্জনে আমরাও গর্বিত। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনাসহ দলের প্রতিটি খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।

যুব ক্রিকেটের নতুন রাজা এখন বাংলাদেশ। ফাইনাল ম্যাচটি ছাড়াও এ পর্বে আসার আগের প্রতিটি খেলাতেই আকবর বাহিনী যে গতিতে এগিয়েছে, তা ছিল দুর্দান্ত। তাদের এ প্রাপ্তিতে শুধু দেশ নয়, বরং তারা বিশ্ব ক্রিকেটের মনও জিতে নিয়েছে। এ জয়ের পর যুবাদের অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন অনেকেই।

জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিমরা তো আছেনই। দেশের বাইরের অনেক ক্রিকেটারও অভিনন্দন জানিয়েছেন আকবরের দলকে। এই তালিকায় আছেন ভারতের সাবেক ক্রিকেটাররাও। বাংলাদেশের কাছে উত্তরসূরিরা হারলেও অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি হরভজন সিং, ইরফান পাঠানরা।

বিখ্যাত কোচ টম মুডি এক টুইট বার্তায় লিখেছেন, এই জয় তাদের প্রাপ্য। তারা ভবিষ্যতের তারকা। ইয়ান বিশপের টুইট, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের এই স্মৃতিটা জমা থাকবে। দর্শকের জন্য দুই দলের খেলায় ছিল সুন্দর। কয়েকজনের বোলিং ছিল খুবই পরিপক্ব। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের জন্য তাদের অভিনন্দন। এটা তাদের প্রাপ্য।

পাকিস্তানি সাবেক ক্রিকেটার আজহার মাহমুদ লিখেছেন, ‘বড় অর্জনের জন্য অভিনন্দন। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’ ভারতের দেওয়া ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশ ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিয়ে নতুন ইতিহাস গড়ল। বিশ্বকাপের মঞ্চে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। ২০০৬ সালে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছিল লাল-সবুজরা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুব একটা চমক দেখাতে পারেনি টাইগাররা। তবে এবারের আসরে অন্য এক বাংলাদেশ যুবাদের দেখেছে ক্রিকেট বিশ্ব।

যুবাদের এ জয়ে সারাদেশ উজ্জীবিত। প্রথমবারের মতো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে। বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক আকবর আলী। বিপদের মুহূর্তে দলের হাল ধরে ৪৩ রান করে অপরাজিত থাকেন। যার ফলে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কারও উঠেছে তার হাতে। এর আগে অনেক টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে গিয়েও বাংলাদেশ কাক্সিক্ষত ফল অর্জন করতে পারেনি। বারবার সেই স্বপ্ন যেন অধরাই থাকছিল। কিন্তু এবারের এই অর্জন পুরো জাতির জন্যই এক বিশাল প্রাপ্তি। আমরা আশা করি, জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে সাকিব-তামিমকে: ফারুক

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স...

অগ্রাধিকার শেয়ার ইস্যু করবে মীর আক্তার

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেডের পর্ষদ ২৫০ কোটি টাকার অগ্রাধিকারমুলক শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির বিদ্যমান ঋণ পরিশোধের জন্য এই...

বিপিএল মিউজিক ফেস্ট আজ, মঞ্চ মাতাবেন রাহাত ফাতেহ আলী খান

স্পোর্টস ডেস্ক: বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গান গাইবেন বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন...

নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

কর্পোরেট সংবাদ ডেস্ক : গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী ও আয় ব্যয়ের হিসাব প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। রোববার (২২...

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটিমার্কিন (২ বিলিয়ন) ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ...

এনসিসি ব্যাংকের ভুলতা উপশাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এনসিসি ব্যাংক এর ভুলতা উপশাখা রবিবার (২২ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে। এনসিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র ২০৬ তম শাখা হিসেবে নওয়াপাড়া শাখা, যশোর রবিবার (২২ ডিসেম্বর,২০২৪) উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল...