সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পরিতোষ চন্দ্র (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বড়াইচড়া ভেংড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পরিতোষ চন্দ্র উপজেলার তালম ইউনিয়নের দেওঘর গ্রামের মৃত অমিত্র লালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ভাড়ায় চালাতেন। গুরুতর আহত যুবকের নাম শিমল উঁরাও।’
স্থানীয়রা জানান, পরিতোষ চন্দ্র দীর্ঘদিন মোটরসাইকেল ভাড়া চালাতেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার রাত ৮টার দিকে রানীরহাট থেকে ধাওয়াপুর গ্রামের তারাপদ উঁরাওয়ের ছেলে শিমল উঁরাওকে (১৯) নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বড়াইচড়া ভেংড়ী এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।,এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পরিতোষ চন্দ্র নিহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহী শিমলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।