চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদসরা হলেন- কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার ভূমি কাট্টলী, সিটি কর্পোরেশন এর মেয়রের প্রতিনিধি, সিডিএ প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, ওসি আকবর শাহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি।
শুক্রবার (৭ এপ্রিল) বিকালের দিকে আকবর শাহ মাজারস্থ বেলতলী ঘোনা এলাকায় একটি পাহাড় ধসে মো. খোকা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।