April 28, 2025 - 5:06 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলারোনাল্ডোর জোড়া গোলে লাক্সেমবার্গকে ৬ গোলে উড়িয়ে দিল পর্তুগাল

রোনাল্ডোর জোড়া গোলে লাক্সেমবার্গকে ৬ গোলে উড়িয়ে দিল পর্তুগাল

spot_img

স্পোর্টস ডেস্ক : ইউরো যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত জয় পেল পর্তুগাল। রোববার রাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে অ্যাওয়ে ম্যাচে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে লাক্সেমবার্গকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘জে’ গ্রুপের ম্যাচটিতে পর্তুগালের অন্য চার গোলদাতা জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা, ওতাভিও ও রাফায়েল লেয়াও।

২০১৬ সালের ইউরোপ চ্যাম্পিয়নদের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯২তম স্থানে থাকা দলটি।

ম্যাচের নবম মিনিটে গোলের উদ্দেশ্যে প্রথম শটেই এগিয়ে যায় র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বর পর্তুগাল। ডান দিক থেকে ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো ক্রসে নুনো মেন্দেস হেডে খুঁজে নেন ছয় গজ বক্সে রোনালদোকে। বুটের আলতো এক টোকায় বাকি কাজ সারেন অধিনায়ক।

ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। সিলভার দারুণ ক্রস দূরের পোস্টে ফাঁকায় পেয়ে লাফিয়ে নেওয়া হেডে গোলটি করেন আতলেতিকো মাদ্রিদ থেকে বর্তমানে ধারে চেলসিতে খেলা এই ফরোয়ার্ড। অষ্টাদশ মিনিটে স্কোরলাইনে নিজের নাম তোলেন সিলভা। জোয়াও পালিনিয়ার ক্রসে কোনাকুনি হেডে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার। ৯ মিনিটের মধ্যে তিন গোল হজম করে দিকহারা দলটি আর ঘুরে দাঁড়ানোর পথ পায়নি।

ঘড়ির কাটা ৩১ মিনিট ছুঁতে আবারও স্বাগতিকদের জালে বল। ফের্নান্দেসের থ্রু বলের নিয়ন্ত্রণ নিতে প্রথমে দারুণ এক ডজে ছুটে আসা প্রতিপক্ষকে ফাঁকি দেন রোনালদো, এরপর বক্সের মধ্যে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১২২টি, ১৯৮ ম্যাচে। পেশাদার ফুটবলে ক্লাব ও জাতীয় দল মিলে তার গোল হলো ৮৩২টি।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দারুণ এক আক্রমণে লক্ষ্যে প্রথম শট নেয় লুক্সেমবার্গ। ভিনসেন্টের জোরাল নিচু শট ঝাঁপিয়ে ঠেকান পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিও।

৫৭তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ঢোকার মুখে ডাইভ দিয়ে হলুদ কার্ড দেখেন রোনালদো। এর পরপরই তাকে তুলে নেন কোচ। একই সঙ্গে সিলভাকেও।

প্রথম ৪৫ মিনিটে একচেটিয়া আধিপত্য করা পর্তুগালের এই অর্ধের ফুটবলে গতির ঘাটতি ছিল স্পষ্ট। রোনালদোরা উঠে যাওয়ায় পরে তা আরও কমে। ৭৫তম মিনিটে ফের্নান্দেস ও ফেলিক্সকেও তুলে নেন কোচ।

এরপরই পঞ্চম গোলের দেখা পায় তারা। লেয়াওয়ের ক্রসে হেডে গোলটি করেন দুই মিনিট আগে ফেলিক্সের বদলি নামা পোর্তোর মিডফিল্ডার ওতাভিও। ৮৩তম মিনিটে রুবেন নেভেসের জোরাল ফ্রি কিক ক্রসবার কাঁপিয়ে ফেরে। দুই মিনিট পর লেয়াওয়ের স্পট কিক ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক। ডি-বক্সে এসি মিলানের এই ফরোয়ার্ড ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল পর্তুগাল।

শেষ পর্যন্ত অবশ্য লেয়াওকে ঠেকিয়ে রাখতে পারেনি লুক্সেবার্গ। ৮৮তম মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুজনের বাধা এড়িয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডানা মেলে দেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। দুই ম্যাচে লুক্সেমবার্গের পয়েন্ট ১।

আরও পড়ুন:

দুপুরে টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড

প্লাস্টিক সার্জারির পর ‘নতুন’ ঋষভ!

ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য হিসাববছরের প্রথম তিন প্রান্তিক...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি মালিকদের মতবিনিময় অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর সাথে হজ এজেন্সি মালিকদের মতবিনিময় সভা সোমবার (২৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা...

ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা, যা বললেন উপদেষ্টা ফারুকী

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আদালাত...

ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার মেট্রিক টন চাল

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ-৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (২৮ এপ্রিল) এক সরকারি তথ্য...

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ২৫ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময়...

নোয়াখালীতে ফিল্মি স্টাইলে শহীদ রিজভীর ছোট ভাইকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় জুলাই-গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাইকে শাহরিয়ার হাসান রিমনকে (১৬) মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। রোববার (২৭...

বর্ধিত মেয়াদেও অনিশ্চয়তা: এলেঙ্গা-রংপুর চার লেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়ক এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা পেরিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছে। কাজের গতি কম থাকাসহ...