January 10, 2026 - 11:25 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবেনাপোল চেকপোস্টের যাত্রী টার্মিনালে এপিবিএন পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ

বেনাপোল চেকপোস্টের যাত্রী টার্মিনালে এপিবিএন পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ

spot_img

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট  আন্তর্জাতিক কাস্টমস ইমিগ্রেশন প্যাসেঞ্জার টার্মিলালে এপিবিএন পুলিশের বিরুদ্ধে যাত্রীদের হয়রানি, স্বজনপ্রীতি ও উৎকোচ নেয়ার অভিযোগ উঠেছে। 

যাত্রী টার্মিনালে কর্তব্যরত এপিবিএনের এএসআই সায়েদুর রহমান এক শ্রেনীর দালালদের সাথে সখ্যতা গড়ে তুলে অর্থের বিনিময়ে লাইনের পিছনে দাঁড়ানো যাত্রীদের সুযোগ বুঝে আগে টার্মিনালের মধ্যে প্রবেশ করাচ্ছে। প্রতিদিন সকালে সবার চোখের সামনে এ ঘটনা ঘটলেও প্রতিবাদ করার বা দেখার কেউ নেই। 

শুক্রবার সকালে প্যাসেঞ্জার টর্মিনালে গিয়ে দেখা গেছে মূল লাইন দিয়ে  পাসপোর্টযাত্রীদের প্রবেশ না করিয়ে কিছু যাত্রীদের অন্য লাইনে সুযোগ বুঝে প্রবেশ করানো হচ্ছে।  এসময় মূল লাইনে দাঁড়ানো সাধারন যাত্রীরা চেঁচামেচি করলে এবং যাত্রীদের এগিয়ে দিতে আসা লোকদের সাথে বাকবিতন্ডা হয় ওই এএসআই এর সাথে। কয়েকজন যাত্রীকে ফিরিয়ে আসতে বললে তারা থমকে দাঁড়ায়। সাথে সাথে ওই এএসআই হতবিহ্বল হয়ে বলেন ওরা ক্যান্সার যাত্রীদের আত্নীয়। 

কোথায় ক্যান্সার যাত্রী জানতে চাইলে যাত্রীরা বলেন আমাদের সাথে অন্য কেউ নেই। কোন ক্যান্সার যাত্রীও নেই। তারা বলেন আমরা ফিরব কেন আগে প্রবেশ করিয়ে দেওয়ার  জন্য ওই পুলিশের লোককে দুই জন ৩০০ করে ৬০০ টাকা দিয়েছি। আমরা ফিরব না। এভাবে দেখা যায় যেখান দিয়ে ক্যান্সার যাত্রী প্রবেশ করার কথা সেখানে সুযোগ বুঝে ওই পুলিশ কর্মকর্তা একথা বলেন। যাত্রীদের পাসপোর্ট ও নাম ঠিকানা জানতে চাইলে তাদের দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে বন্দরের রুমের মধ্যে প্রবেশ করিয়ে দেয়।

ঢাকার যাত্রী মেহেদী হাসান মুকুল বলেন, আমরা দুর থেকে আসছি। লাইনে দাঁড়িয়ে আছি। দীর্ঘ সময় ধরে দেখছি ওই পুলিশ অনেক লোক লাইন ভঙ্গ করে স্থল বন্দরের মধ্যে প্রবেশ করাচ্ছে।

এদিকে স্হানীয় লোকজন জানান, প্রতি দিন শত শত দেশি বিদেশি পাসপোর্ট যাত্রীরা আসেন এ চেকপোস্টে। ভোর থেকে বিকেল পর্যন্ত অনেকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলেও চেকপোস্টে দায়িত্বরত এপিবিএন ও আনসার সদস্যরা দালালদের সাথে যোগাযোগ করে অর্থের বিনিময়ে অনেক ভারতগামী যাত্রীদের বেলাইনে আগে প্রবেশ করিয়ে দিচ্ছে। বিষয়টি বন্দর, কাস্টমস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানলেও এদের বিরুদ্ধে কোন ব্যবস্হা গ্রহন করেনি। এর ফলে বিনাবাধায় পাসপোর্টযাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই ২ সংস্থার সদস্যরা।

একজন আত্মীয়কে পৌঁছাতে আসা সাবেক সেনা সদস্য জসিম উদ্দিন বলেন, এপিবিএন এর ওই পুলিশ সদস্যর আচারণ অত্যান্ত খারাপ। সে যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করছে। আমি অনেক সময় এখানে দাঁড়িয়ে দেখছি উনি যাত্রীদের ইশারা ইঙ্গিতের মাধ্যমে ইমিগ্রেশনে প্রবেশ এর জন্য স্থলবন্দরের টার্মিনালে প্রবেশ করাচ্ছে। ওই সকল যাত্রী অনেক পিছনে ছিল। এ ভাবে লোক কেন প্রবেশ করাচ্ছেন তার কাছে বিষয়টি জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে যায়। 

এপিবিএন পুলিশ সদস্য এএসআই সায়েদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য বলেন, এসব ক্যান্সার রোগী। এখানে ১৫ থেকে বিভিন্ন বয়সের প্রায় ৫০ জনের মত যাত্রীকে প্রবেশ করতে দেখা গেছে মাত্র ১০ মিনিট সময়ের মধ্যে। এতগুলো যাত্রী কি ভাবে ক্যান্সার রোগী হয় প্রশ্ন করলে তিনি কথা না বলে চলে যান।

এ বিষয়ে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক আব্দুল জলিল বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্হা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ভালুকায় দিপু দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার...

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি...

নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন...

জমি ক্রয় করবে সিটি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। র‌্যাব জানায়, গত ২৮...

নোয়াখালীতে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের লাশ (হাড়গোড়) সতের মাস পর কবর থেকে তোলা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার...

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি...

সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

অর্থ-বাণিজ্য ডেস্ক: সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। দাবি আদায় না...