মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ঢেমুশিয়ায় আল-আমিন ফাউন্ডেশন বিডি ও চট্রগ্রামস্থ আমরা ঢেমুশিয়ান কতৃক আয়োজিত ঢেমুশিয়া ইউনিয়নের ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মধ্যে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১ টার সময় ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ঢেমুশিয়া আম্মারডেরা মোহছেনিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মোমেন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এস.এম.মাঈনুদ্দিন আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যথাক্রমে ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ,ডুলাহাজারা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল ইসলাম সোহেল, ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু জীবন চন্দ্র সুশীল, ঢেমুশিয়া ইউপি সদস্য আতিকুর রহমান, চট্রগ্রাম সিটি করপোরেশন কাসাপগোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ হাসান,সাংবাদিক কপিল উদ্দিন,কক্সবাজার জেলা জজ ও দায়রা জজ আদালতের এডভোকেট আমির হোছাই হাফেজী,চট্রগ্রাম সেতারা ট্রেডিং এর সত্ত্বাধিকারী মামুনুল ইসলাম,পানি বোর্ডের অফিসার ফোরকান উদ্দিন ও হুমায়ুন আহমেদ, ডাঃ সালাহ উদ্দিন এবং ছাত্রনেতা চৌধুরী মোহাম্মদ আসফি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা সাদ্দাম হোসেন, চট্রগ্রাম সরকারি কলেজের ছাত্র আবদুর রহিম, এখলাসুর রহমান ও কুমিল্লা বিদ্যালয়ের ছাত্র ফরহাদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন শহীদ হোছাইন সাঈদ।
উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান আল-আমিন ফাউন্ডেশন বিডির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান।