কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক থেকে সম্প্রতি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মোঃ নুরুল হাসনাত। তিনি ২০১৩ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে আইএফআইসি ব্যাংকে যোগদান করেন।
যোগদানের পর ফেডারেশন, গুলশান এবং প্রিন্সিপাল শাখায় চীফ ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ২০১৬ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৮৯ সালে তৎকালীন বিসিসিআই ব্যাংকে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ইস্টার্ন ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।