কর্পোরেট ডেস্ক: মায়েদের সম্মানে ‘জননীর জন্য ভালোবাসা’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করলো শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। বৃহস্পতিবার (৯ মে) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এ উৎসবের উদ্ধোধন করা হয়।
ব্যাংকের কর্মরত মায়েদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার কেক কেটে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি নারীর ক্ষমতায়নের প্রচার ও প্রয়াসে আইএফআইসি ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরেন।
মানুষের জীবনে মা ও প্রকৃতির গুরত্ব অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আর এ বিষয়টিকে অনুধাবন করেই এ উৎসবটি সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৪০০ শাখা উপশাখায় উৎযাপনের পরিকল্পনা গ্রহণ করেছে আইএফআইসি ব্যাংক। এর অংশ হিসেবে আসন্ন আয়োজনের মধ্য দিয়ে মায়েদের কাছে তুলে দেওয়া হবে প্রকৃতির অনিন্দ্য উপকরণ গাছ।