কর্পোরেট ডেস্ক: সাংবাদিকদের ব্যবসায় ও আর্থিক বিষয়গুলো ভালোভাবে বুঝতে সাহায্য করার লক্ষে প্রশিক্ষণের আয়োজন করেছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
শনিবার (১১ মে) আইসিএবি’র সিএ ভবনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সাংবাদিকদের জন্য ফাইনান্স ফর নন-ফাইনান্স প্রফেশনাল শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে দেশের অর্থনীতি উপকৃত হবে এমন সব ক্ষেত্রেগুলোতে আইসিএবি এবং ইআরএফ আরো সহযোগিতামূলক কাজ করতে আগ্রহী ৷
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিএবি প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দীণ এফসিএ, ভাইস প্রেসিডেন্ট এমবিএম লুৎফুল হাদী এফসিএ, কাউন্সিল মেম্বার ও সাবেক প্রেসিডেন্ট মোঃ হুমায়ুন কবির এফসিএ, সিইও শুভাশীষ বসু এবং ইআরএফ প্রেসিডেন্ট মোহাম্মদ রেফায়েতুল্লাহ মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিএবি-র চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিকী এফসিএ এবং সিনিয়র উপ-পরিচালক মোমেনা হোসেন রুপা এফসিএ। মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
ওয়াসেকুল হক রিগান এফসিএ, পার্টনার, মাহফেল হক অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রশিক্ষণটি পরিচালনা করেন।