কর্পোরেট ডেস্ক: সম্প্রতি নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও একজন মহাব্যবস্থাপক (জিএম) পেয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। উপব্যবস্থাপনা পরিচালক পদে জনাব মোঃ নূর আলম সরদার এবং মহাব্যবস্থাপক পদে জনাব জেড এম হাফিজুর রহমান কাজে যোগদান করেছেন।
এর আগে গত ২৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ভিন্ন ভিন্ন দুইটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদেরকে বিএইচবিএফসি-তে পদায়ন করে। বিএইচবিএফসি-তে যোগদানের পূর্বে জনাব সরদার প্রবাসী কল্যাণ ব্যাংক এবং জনাব জেড এম হাফিজুর রহমান আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মরত ছিলেন। গত ৩০ এপ্রিল বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো আব্দুল মান্নান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন এ নির্বাহীদের স্বাগত জানা