কর্পোরেট ডেস্ক: রূপালী ব্যাংকে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমিটি রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
সভায় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ, তানভীর হাসনাইন মইন ও প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকসহ ব্যাংকের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নৈতিকতা কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।