কর্পোরেট ডেস্ক: প্ল্যানেট বনাম প্লাস্টিক” এই প্রতিপাদ্য নিয়ে এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে ধরিত্রী দিবস-২০২৪ পালন করলো এনসিসি ব্যাংক। এ উপলক্ষ্যে শনিবার (২০ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং চট্টগ্রামের আগ্রাবাদে এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের শিশু সন্তানদের জন্য বয়স ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন চট্টগ্রামে এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন ঢাকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন। ঢাকায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান ও মোঃ জাকির আনাম, এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, সাসটেনেবল ফাইন্যান্স বিভাগের প্রধান নিগাত মমতাজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম অঞ্চলে ইভিপি ও আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক আলী তারেক পারভেজসহ অন্যান্য শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকায় দুটি গ্রুপে প্রায় ৯০ জন শিশু এবং চট্টগ্রাম অঞ্চলে ২৮ জন শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন বলেন, এনসিসি ব্যাংক টেকসই উন্নয়নের জন্য পরিবেশ বান্ধব প্রকল্পে অর্থায়নের উপর গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে ধরিত্রী দিবস উপলক্ষ্যে ব্যাংকের কর্মকর্তাদের শিশু সন্তানদের জন্য বয়স ভিত্তিক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই ধরনের আয়োজন কর্মকর্তাদের আরও বেশী উদ্যোমী করে তুলবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন শিশু কিশোরদের পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরীতে এবং পরবর্তী প্রজন্মকে প্লাস্টিকমুক্ত ও দূষণমুক্ত পৃথিবী উপহার দেওয়ার জন্য এখনই সচেতন করে তুলতে এই ধরনের প্রতিযোগিতা অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।