কর্পোরেট ডেস্ক: সোমবার (এপ্রিল ১৫) দ্বিতীয় বারের মতো দি ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের নির্বাহী পরিচালক পদে যোগদান করেছেন মোঃ মাহবুব উল আলম এফসিএমএ।
প্রথমবার আইসিএমএবিতে যোগদানের পূর্বে তিনি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (KAFCO) জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে প্রায় ২৪ বছর চাকুরি করেছেন।
মোঃ মাহবুব উল আলম এফসিএমএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে বিকম (অনার্স) ও এমকম পাস করেন। তিনি I CMAB এর একজন সিনিয়র ফেলো সদস্য।
পেশাগত প্রয়োজন ও প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি চীন, জাপান, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইতালি, রোমানিয়া, সৌদি আরব ও আরব আমিরাত ভ্রমণ করেছেন।