কর্পেোরেট ডেস্ক: “কার্ডের তথ্য সুরক্ষায়” আর্ন্তজাতিক মর্যাদাপূর্ণ Payment Card Industry Data Security Standard (PCI-DSS) সনদপত্র অর্জন করেছে এনসিসি ব্যাংক।
এ উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের ইনোভেশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন, সহযোগী সিএমএস পার্টনার ও আইটিসিএল এর পরিচালক ওসমান হায়দার, ইআইসি এর সিইও মসিউল ইসলাম, এনসিসি ব্যাংকের এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, কার্ডস এন্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশনের প্রধান জুবায়ের মাহমুদ ফাহিমসহ ব্যাংকের আইটি বিভাগের এবং ইআইসি এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন বলেন, এই PCI-DSS সার্টিফিকেশন প্রাপ্তির মাধ্যমে এনসিসি ব্যাংকের কার্ডের তথ্য সুরক্ষা ব্যবস্থা নতুন উচ্চতায় উন্নীত হলো এবং গ্রাহকদের কার্ডের তথ্যের নিরাপত্তা আরও বেশী সুরক্ষিত হলো।
তিনি বলেন, এনসিসি ব্যাংক গ্রাহদের তথ্যের নিরাপত্তা প্রদানে এবং সংবেদনশীল তথ্য সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় PCI-DSS সার্টিফিকেশন অর্জন আমাদের আর্ন্তজাতিক মানের কর্ডের তথ্য সুরক্ষা ব্যবস্থা অর্জনে সহায়ক হবে।
এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান বলেন, বিশ্বখ্যাত পেমেন্ট কার্ড ব্রান্ড VISA, MasterCard, AMEX JBC কর্তৃক গৃহীত PCI-DSS বিশ্বব্যাপী স্বীকৃত তথ্য নিরাপত্তা মানদন্ড। এনসিসি ব্যাংকের এই সার্টিফিকেশন অর্জন একটি মাইলফলক যা পুরো প্রজেক্ট টীমের ঐকান্তিক প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। পরিশেষে, তিনি পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যবৃন্দদের প্রতি এই অর্জনে সার্বিক সহোযোগীতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অন্যানের মধ্যে, আইটিসিএল এর পরিচালক ওসমান হায়দার, ইআইসি এর সিইও মসিউল ইসলাম, এনসিসি বাংকের কার্ডস এন্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশনের প্রধান জুবায়ের মাহমুদ ফাহিম এবং হেড অব ইনফরমেশন সিকিউরিটি এ্যান্ড আইটি গভর্ন্যান্স মোঃ মিজানুর রহমান তাঁদের বক্তব্যে, গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনে ব্যাংকের আরও এক ধাপ সামনে এগিয়ে যাওয়া এবং এই অর্জনের মাধ্যমে ব্যাংক মানসম্মতভাবে গ্রাহকদের সংবেদনশীল তথ্যগুলোর নিরাপত্তা বিধান করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।