কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে যার অধীনে আইপিডিসির কর্মীবৃন্দ ব্র্যাক হেলথকেয়ার সেন্টার থেকে স্বাস্থ্যসেবায় পাবে বিভিন্ন ধরণের সুবিধা।
চুক্তি স্বাক্ষর আয়োজনে উপস্থিত ছিলেন আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) রিজওয়ান দাউদ সামস; চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সাঈদ ইকবাল; কোম্পানি সেক্রেটারি, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স এবং হেড অফ ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার সামিউল হাশিম; ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর হেড অফ হেলথকেয়ার এন্টারপ্রাইজ ডা: তৌফিকুল হাসান সিদ্দিকী, এসবিপি, বিজিবিএমএস (বার); মো. রোকনুজ্জামান, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ; এ কে এম মইনউদ্দিন শাহ, ডেপুটি ম্যানেজার, মার্কেট আউটরিচ কমিউনিকেশনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের অনেকে।