কর্পোরেট ডেস্ক: দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (ICMAB) এর উদ্যোগে ২৬ মার্চ (মঙ্গলবার) বিকাল ৪ টায় “স্বাধীনতার ৫৩তম বর্ষ উদ্যাপন” শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়।
আইসিএমএবি এর প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএমএ এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ২১শে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর অনুপম সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক, এসএমসি এন্টারপ্রাইজ লি. এর বোর্ড অব ডিরেক্টর এর চেয়ারম্যান জনাব ওয়ালিউল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আইসিএমএবি এর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ।
প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএমএ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে বাংলাদেশ নামে কোন দেশের জন্ম হত না। শ্রদ্ধাভরে স্মরণ করেন ৩০ লক্ষ শহীদদের, ২ লক্ষ সম্ভ্রম হারানো মা-বোনদের, ১৫ আগস্টের সকল শহীদদের ও জাতীয় চার নেতাকে যাদের রক্তের উপর আজকের এই স্বাধীন বাংলাদেশ দাঁড়িয়ে আছে।
অধ্যাপক ডক্টর অনুপম সেন পশ্চিম পাকিস্তানের বৈষম্যের চিত্র তুলে ধরে সকলকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। জনাব ওয়ালিউল ইসলাম মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি রোমন্থন করে আইসিএমবি’কে ধন্যবাদ জানান এই উদ্যোগ গ্রহণের জন্য।
ওয়েবিনারটি সঞ্চালনা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন এর ইভিএম প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট জনাব নব কৃষ্ণ মুনি এফসিএমএ।
স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএমএবি এর সাবেক প্রেসিডেন্ট ও সেমিনার এন্ড কনফারেন্স কমিটির চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ। সমাপনী বক্তব্য প্রদান করেন আইসিএমএবি এর ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ আক্তারুজ্জামান এফসিএমএ।
অন্যান্যদের মধ্যে আইসিএমএবি এর ভাইস প্রেসিডেন্ট জনাব মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, সাবেক প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সেলিম এফসিএমএ, ট্রেজারার জনাব আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ, কাউন্সিল সদস্য জনাব মো: জাহাঙ্গীর আলম এফসিএমএ এবং ফেলো ও এসোসিয়েট সদস্যগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিল্প ও ব্যবস্থাপনায় অবদান রাখতে সিএমএ প্রফেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।