কর্পোরেট ডেস্ক: রাজধানীর মুগদায় স্মার্ট ব্যাংকিং সুবিধা নিয়ে মুগদা শাখা, ঢাকার আওতাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ২৫তম মান্ডা উপশাখা উদ্বোধন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি এই উপশাখাটি উৎসর্গ করা হয়।
সোমবার (২৫ মার্চ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও কাজী আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। ব্যাংকের ডিজিএম মো. মাসুদুল হাসান, আফরোজা আক্তার, মুগদা শাখার ব্যবস্থাপক খন্দকার শামছুল হক ইভানসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।