আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে রুশ ইলিউশিন ইল-৭৬ নামের একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দীসহ মোট ৭৪ জন ছিল বলে জানা গেছে। এই ঘটনায় বিমানে থাকা সকলেই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটিতে ৬৫ জন যুদ্ধ অপরাধী, ছয়জন ক্রু সদস্য এবং তিনজন আরোহী ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বেলগোরোদের ৭০ কিলোমিটার উত্তর-পূর্বের ইয়াবলোনোভো গ্রামের কাছে উড়োজাহাজটি ভূমির দিকে নামছে।
রুশ পার্লামেন্টের একজন সদস্য উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার জন্য ইউক্রেনের দিকে অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, পশ্চিমাদের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সেনারা উড়োজাহাজটিতে গুলি করেছিলেন। তবে এর স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।
কীভাবে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বা এতে আরোহী কারা ছিলেন, সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি বিবিসি।
এদিকে বুধবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এদিন ক্রেমলিনপন্থী চারটি সংবাদমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওর উদ্ধৃতি দিয়ে আজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।