আন্তর্জাতিক ডেস্ক : জাপানের মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ২৩২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে।
আঞ্চলিক সরকারের মতে, ওয়াজিমা নগরীতে আরো ১০ জনের মৃত্যুর খবর পাওয়ার পর স্থানীয় সময় সকাল নয়টায় হালনাগাদ এই তথ্য জানানো হয়। নোটো উপদ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ওয়াজিমা হচ্ছে অন্যতম।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওয়াজিমা মর্নিং মার্কেটের আশপাশের এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভূমিকম্পের ঘটনায় এই এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত সপ্তাহ থেকে ওয়াজিমা মর্নিং মার্কেট এলাকায় ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।
খবর সিনহুয়ার।