সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় ওয়াজেদ আলী(৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ আলী মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পুকুরপাড়ার মৃত আব্দুল শেখের ছেলে।
নিহতের ভাইয়ের ছেলে জানান, ধান মাড়ায় শেষে করিমন যুগে বাড়ি ফেরার পথে ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয় সহায়তায় মেহেরপুর ২৫০ শষ্য বিশিষ্ট বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।