সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার ঘুরকা ইউনিয়নের ভূঁইয়াগাঁতি ফুলজোর নদী থেকে সরকারি অনুমতি ব্যতিরেকে বিক্রয়ের উদ্দেশ্যে বালু উত্তোলন করার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, ঘুড়কা ইউনিয়ন ভূমি কর্মকর্তা জেহাদুল ইসলাম ও সলঙ্গা থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।