সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট নাসির শাহ (২৬) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে ডিবির এস আই মনিরের নেতৃত্বে পুুলিশের একটি এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ডিবির এস আই উত্তম , এস আই আশিক অংশ নেন। নাসির শাহ গোপালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
তার বিরুদ্ধে ২০২২ সালের ২০ আগষ্ট অনলাইন জুয়া পরিচালনার অপরাধে ডিজিটাল নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। যার মামলা নম্বর-১১। তিনি অনলাইনজুয়ার অন্যতম এজেন্ট নুরুল মাষ্টারের সহযোগী হিসেবে কাজ করেন বলে তথ্য রয়েছে।
ডিবির ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই মনিরের নেতৃত্বে একটি দল গোপালপুরে গ্রামে অভিযান চালিয়ে নাসির শাহ গ্রেফতার।
তার বিরুদ্ধে ডিজিটাল নিয়ণÍ্রণ আইনের মামলা খুলনা সাইবার ট্রাইব্যুানালে চলমান রয়েছে। তাকে গ্রেফতার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।