কর্পোরেট ডেস্ক: ইংরেজি নববর্ষ ২০২৬ সালকে স্বাগত জানিয়ে উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে নববর্ষ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন-পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ২০২৫ সালে ব্যাংকের আমানত, ঋণ, খেলাপী ঋণ আদায়, ট্রেজারী কার্যক্রম ও রেমিটেন্স অনেক বৃদ্ধি পেয়েছে । বিগত বছরে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার জন্য ব্যাংক তার নিজস্ব উদ্যোগে ফরেনসিক অডিটসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এ বছর ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতে অর্থায়নকে আরও অগ্রাধিকার দেওয়া হবে যা কর্মসংস্থান সৃষ্টিতে, উদ্যোক্তা উন্নয়নে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়ন মাইলফলক অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, নতুন বছরে নতুন উদ্যোমে সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও ভালো ফলাফল বয়ে আনবে বলে আমরা প্রত্যাশা করি।


