ময়মনসিংহ ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ময়মনসিংহ-৪,৫,৬ ও ৭মোট চারটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী ডাঃ মোঃ মাহাবুবুর রহমান লিটনসহ আরও ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তথ্য গোপন সহ বিভিন্ন কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়। এ নিয়ে দুই দিনের যাচাই-বাছাইয়ে জেলার সাতটি আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হলো।
ময়মনসিংহ জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১১টি সংসদীয় আসনে মোট ৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিএনপির প্রার্থী ডাঃ মোঃ মাহাবুবুর রহমান লিটনের মনোনয়ন বাতিল করা হয়। একই দিনে আরও ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে শুক্রবার জেলার তিনটি আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
ময়মনসিংহ-৪ সদর আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হামিদুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে এবি পার্টির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল হয়।
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নূরে আলম সিদ্দিকী ও বিএনপির প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ছয়জনের মনোনয়ন বাতিল করেন। বাতিল হওয়া প্রার্থীরা হলেন-বিএনপির ডাঃ মোঃ মাহাবুবুর রহমান লিটন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার সাদাত, জয়নাল আবেদীন ও আবুল মুনসুর, খেলাফত মজলিসের প্রার্থী নজরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কুদ্দুস।
জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান জানান, হলফনামায় মামলার সংখ্যা কম দেখানোয় বিএনপি প্রার্থী ডা. মাহবুবুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে প্রার্থীদের হলফনামার পাশাপাশি পুলিশের একটি প্রতিবেদন থাকে। যাছাই-বাছাইয়ের সময় জেলা পুলিশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। হলফনামার তথ্যের সঙ্গে পুলিশ প্রতিবেদনের অমিল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কারণে অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে বলে তিনি জানান।
তবে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।’
মনোনয়নপত্র বাতিল হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ মোঃ মাহবুবুর রহমান লিটন। বিষয়টিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সচিবালয়ের পরিপত্র ৭-এ স্পষ্ট উল্লেখ আছে, অনেক আগে নিষ্পত্তি হওয়া মামলার তথ্য দিতে না পারলে মনোনয়নপত্র বাতিল করা যাবে না। অত্যন্ত ঠুনকো ও অযৌক্তিক কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত নির্বাচনী কার্যক্রমকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।’


