গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পরিত্যাক্ত ডোবা থেকে এরশাদ আলী (৩৬) নামে হাত কাটা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে পুলিশ খবর পেয়ে বাসন থানাধীন ভোগরা উত্তর পাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত এরশাদ আলী চট্রগ্রাম জেলার পাহারতলী থানার সরাইপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জিএমপি বাসন থানার ওসি মো: আবু সিদ্দিক জানান, আমাদের প্রাথমিক ধারণা ছিনতাই অথবা মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হত্যা ঘটনা ঘটতে পারে,তবে তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।
তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও মাদকের মামলা রয়েছে।


