মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় অকটনের আগুনে ঝলসে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজিয়ান ষ্টেশন এলাকায় আজিম স্টোর নামের মোদির দোকানে খোলা বাজারে অকটেন বিক্রি করার সময় দোকানের মোমবাতির আগুন অকটেনে লেগে যায়।
আগুন সহ অকটেনের বোতল পার্শ্ববর্তী দোকানের দিকে ছুড়ে মারলে পাশের দোকানদার আরিফুল ইসলাম জিকুর গায়ে গিয়ে পড়ে। সাথে সাথেই জিকুর শরীর আগুন ও অকটেনের ছিটকা লেগে যায়। এতে জিকুর হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে অগুনে ঝলসে যায়।
ঘটনাটি ঘটেছে গত ৪ নভেম্বর রাত ১০ টার দিকে। জিকুকে চকরিয়া হাসপাতাল থেকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর (শনিবার) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরিফুল ইসলাম জিকু(২৩) মারা যায়।
নিহত জিকু স্থানীয় নুরুল আবছারের পুত্র ও পেশায় একজন মুদির দোকানদার।