মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যা কবলিত ২৫০ পরিবারের মাঝে ১বান করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত হওয়ায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের বাড়ি-ঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা ঢেউটিন বিতরণের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ও ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার প্রমুখ।