কর্পোরেট সংবাদ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই সিএনজি অটোরিকশা আরোহী বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাসটি খাগড়াছড়ি থেকে ছেড়ে এসে চট্টগ্রামের অভিমুখে যাচ্ছিল। অন্যদিকে সিএনজিটি যাচ্ছিল নাজিরহাটের দিকে। এ সময় হাটহাজারীর চারিয়া এলাকায় পৌঁছালে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে নারী-পুরুষসহ ৭ জন নিহত হন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন;