গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে আজও সকাল থেকেই বেতন বাড়ানোর দাবীতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়িতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা । সেখানে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় । পরে গাজীপুরের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। আজ সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
র্যাব -১ গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: ইয়াসিন আরাফাত হোসাইন জানান, পোশাক শ্রমিকরা সংগঠিত হয়ে আজমেরী পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করে।খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস দুটির আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।