ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাইপাস শিকারিকান্দায় বাস-পিকআপ-সিএনজির ত্রিমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এদের মধ্যে গুরুতর ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি পুলিশ জানায়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ নিশ্চিত করে জানান, ঢাকা থেকে শেরপুরগামী দ্রুতগতির একটি বাস রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস সংলগ্ন শিকারিকান্দা এলাকায় অভারটেক করার সময় একটি পিকআপভ্যান ও সিএনজিকে পিছন থেকে ধাক্কা দেয়।
এসময় পিকআপভ্যানটি মহাসড়কের পাশে উল্টে যায় এবং বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে রোড ডিভাইডারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।
খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যায়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে কোতায়ালী পুলিশ জানায়।