নিজস্ব প্রতিবেদক : বিএনপির দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীর মেরাদিয়ায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে বনশ্রীর মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফা অবরোধের শুরুতে সকাল সাড়ে ৭টার দিকে চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। এতে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে বাসটি। এ ঘটনায় দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ ভোর ৬টা থেকে শুরু হয়ে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চলবে এই অবরোধ কর্মসূচি। তবে অবরোধের আগের দিন রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়ার কারণে আতঙ্কে আছেন বাস চালকরা। তাই দূরপাল্লার বাস ছাড়া হচ্ছে না বলে জানিয়েছেন তারা। তবে সায়েদাবাদ থেকে কুমিল্লা ও ফেনীর উদ্দেশ্যে বেশ কিছু বাস ছেড়ে গেছে।
অন্যান্য দিনে কাউন্টারগুলোতে সকালে চাপ থাকলেও অবরোধের দিন যাত্রীদের তেমন উপস্থিতি দেখা যায়নি।