সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সোনাভান খাতুন (৪৫) নামে এক গৃহবধূর নাক ও হাত কেটে দিয়েছেন তালাকপ্রাপ্ত স্বামী। এ ঘটনায় সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।
আটক সাগর হোসেন (৫০) পার্শ্ববর্তী মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের মৃত গোলাম মওলার ছেলে ও আহত গৃহবধূ ওই গ্রামের মৃত সোনাউল্লার মেয়ে।
শুক্রবার (৩ নভেম্বর’) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে সোনাভান ও সাগর হোসেনের বিয়ে হয়। দীর্ঘ সাংসারিক জীবনে তাদের তিনটি সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই কারণে-অকারণে সোনাভানের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন সাগর। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সোনাভান সইতে না পেরে মাস দুয়েক আগে স্বামীকে তালাক দেন। এতে সাগর ক্ষুব্ধ হয়ে বৃহস্বপতিবার বিকেলে সোনাভান দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে থেকে বাড়ি ফেরার পথ আটকে ধারালো রামদা বের করে এলোপাতাড়ি আঘাত করেন। এতে সোনাভানের নাক কেটে মাটিতে পড়ে যায়। এরপর তার ডান হাতের কুনইয়ে কোপ দেন সাগর।
পরে স্থানীয়রা আহত অবস্থায় সোনাভানকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন ভুক্তভোগীর পরিবার।
দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক জানান, স্বামীকে তালাক দেওয়ায় সোনাভান নামে এক গৃহবধূর নাক ও হাত কেটে দিয়েছে তার স্বামী সাগর হোসেন। এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, অভিযুক্ত সাগর হোসেনকে রাতেই আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছে। আগামীকাল শনিবার সাগর হোসেনকে আদালতে প্রেরণ করা হবে।