মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের একজন নারী যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় চকরিয়ার কাকার ইউনিয়নের পুলের ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন,আজ দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক কাকারা থেকে চকরিয়া যাওয়ার সময় পিছন থেকে দ্রুত গতিতে এসে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়।ফলে ঘটনাস্থলে ২ সন্তানের জননী ঝুমুর নামে এক নারী যাত্রী নিহত হয়।
তিনি আরো বলেন,ঘাতক মালবাহী ট্রাকটি ইজিবাইকটি কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।ঘাতক ট্রাক ও চালক পালাতক রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহত ঝুমুরের বাড়ি হচ্ছে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নে।