সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর’) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, বুধবার (১ নভেম্বর’) রাতে সিরাজগঞ্জ শহরের স্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা জানায়নি পুলিশ।
অ্যাড. নাজমুল ইসলামের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সুপরিকল্পিতভাবে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার ও বাড়িতে বাড়িতে তল্লাশী করছে।