December 16, 2025 - 10:58 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিরাজগঞ্জে হত্যা মামলার আসামীদের বাড়ি-ঘর ভাংচুর ও লুটের অভিযোগ

সিরাজগঞ্জে হত্যা মামলার আসামীদের বাড়ি-ঘর ভাংচুর ও লুটের অভিযোগ

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের ইছামতী গ্রামে দুই বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামীদের বাড়ি-ঘর ভাংচুর ও লুট-পাটের অভিযোগ উঠেছে বাদী পরিবারের বিরুদ্ধে।

এদিকে, আসামী পরিবারের অভিযোগ, দুই বন্ধুর মৃত্যুকে কেন্দ্র করে সালাউদ্দিন খান বাচ্চু গংদের লোকজন হায়দার আলী গংদের প্রায় ৩০টি বাড়ী- ঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে।

রবিবার (২৯ অক্টোবর’) সকালে ইছামতি গ্রামের হাকিম সেখ, রেজাউল খান, শহিদ সেখ, আলমাহমুদ খান, আমিনা বেগম, বিলকিছ বেগম, চম্পা বেগম, নার্গিস বেগম, মুর্শিদা বেগমসহ প্রায় ৩০টি বাড়ীর ক্ষতিগ্রস্থরা জানান, মৃত্যুর পর থেকে আসামীদের কেউ বাড়ি না থাকার সুযোগে আমাদের বাড়ীঘরে সীমাহীন ভাংচুর ও লুটপাট করেছে সালাউদ্দিন খান বাচ্চু গংরা।

তারা লোক ভাড়া করে নিয়ে এসে আমাদের বাড়ীতে থাকা টিভি, ফ্রিজ, মনিটর, স্বর্নালঙ্কার, ৩৫০ মন ধান, ২০০ মন চাউল, ৩০ ভরি স্বর্ণ অলংকার, নগদ ৫০ লক্ষ টাকা, দরজা, জানালা গ্রীল, সিলিং ফ্যান, হাঁস-মুরপি, ড্রাম, বড় বড় পাতিল, কিটনাশক মেশিন, ৫০টি কম্বল, লেপ-তোষক, জামা কাপড়, ১০০ জোড়া কবুতর ও ৫২টি গরু, ৫টি মহিষসহ সকল আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় আমাদের ৫ কোটি টাকার মালামাল নিয়ে গেছে। এই হত্যাকান্ডের পর থেকে হায়দার আলী গংরা পলাতক থাকায় সালাউদ্দিন খান বাচ্চু গংদের লোকজন লুটপাটে লিপ্ত রয়েছে।

ক্ষতিগ্রস্থারা অভিযোগ করে আরো বলেন, যেহেতু মামলা হয়েছে সেহেতু এর বিচারও হবে। নতুন করে তারা যে লুটপাট শুরু করছে এটা চরম অপরাধের শামিল। সালাউদ্দিন খান বাচ্চু গংরা প্রত্যেক দিন আমাদের লোকজনের বাড়ীতে ভাংচুর ও লুটপাট করছে।’

সালাউদ্দিন খান বাচ্চু বলেন, হত্যাকান্ডের সময় আমি ছিলাম না। আসামীদের বাড়ি ঘরে লুটপাট ও ভাংচুর হয়েছে, তবে, কে বা কারা করছে তা আমি জানি না।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) সিরাজুল ইসলাম বলেন, এ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমরা সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।

তিনি আরো বলেন, লুট হওয়া ২৫টি গরু ও ৩টি মহিষ ইতিমধ্যে উদ্ধার করে চেয়ারম্যানের মাধ্যমে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে। বাকী গরুগুলো উদ্ধার করার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের সালাউদ্দিন খান বাচ্চুর পরিবারের সাথে একই গ্রামের হায়দার আলী পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে ফরহাদের ছেলে আলামিন ও তার বন্ধু আলামিন শেখের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দূর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই আলামিন (৩৫) এর মৃত্যু হয়। গুরুতর আহত আলামিন শেখ (৩৬) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...