আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: সন্ত্রাসী ও অপরাধীদের দমনে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাহিনীগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শনিবার এমন অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অতীতে হওয়া এমন অভিযানের মতোই ‘অপারেশন ডেভিল হান্ট’।
অপারেশন ডেভিল হান্ট নামক অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা, আলমডাঙ্গা ও দামুড়হুদায় আ’লীগ-যুবলীগ-নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা: গত রবিবার দিনগত রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি এলাকা থেকে ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম (৪৮) মৃত. আয়েজ উদ্দীন জোয়ার্দ্দারের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান।
আলমডাঙ্গা থানা: সোমবার মধ্যরাতে আলমডাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন- বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান (৪০), ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম(৩৭), জামজামি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি জামিরুল ইসলাম (৩৫), ছাত্রলীগের সক্রিয় সদস্য সাকিব হাসান (২৩), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মিল্টন আলী রিন্টু (২৬)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ‘সোমবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীর বিরুদ্ধে খাদেমপুর ইউনিয়ন বিএনপির পথসভায় হামলার মামলা রয়েছে। তদন্তে তারা জড়িত থাকার প্রমাণ থাকায় সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। আলমডাঙ্গা থানার প্রথম অভিযানেই এই গ্রেফতার করা হলো। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
দামুড়হুদা থানা: দামুড়হুদা মডেল থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা হাসান মেম্বারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হাসান আলী (৪৪) মেম্বার দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও মোক্তারপুর ৮নং ওয়ার্ড মেম্বার।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, হাসান মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


