মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর অপারেশ ডেভিল হান্ট অভিযানে গেল রাতে জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ফ্যাসিস্ট সরকারের সহযোগী ৮৭জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম বিভাগ সুত্র জানায়, গতকাল ১৬ জন এবং গতরাতে ২৫জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে গাজীপুর জেলা পুলিশের ৫টি থানায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মোট ৪৬জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।
গাজীপুরের পুলিশ চৌধুরী মোঃ যাবের সাদেক বলেছেন, গ্রেফতারকৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের সহযোগী। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে।
অপরদিকে ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মহানগর সদর থানায় মামলা রুজর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। মামলায় বাদী হবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ্। মামলায় আওয়ামী লীগের সাথে জড়িতদের আসামি করা হবে।


